মোঃ জামিল হোসেন:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় পোল্লাডাঙ্গা স্বর্ণকাপ ফুটবল প্রতিযোগীতা ২০১৯ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার ১৬ অক্টোবর বিকেলে পোল্লাডাঙ্গা দ্বীন মোহাম্মদ উচ্চ বিদ্যালয় (ক্যাম্প সংলগ্ন) মাঠে পোল্লাডাঙ্গা স্বর্ণকাপ ফুটবল প্রতিযোগীতা পরিষদের আয়োজনে মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এ খেলার উদ্বোধন করেন ভোলাহাট উপজেলা চেয়ারম্যান প্রভাষক রাব্বুল হোসেন।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভোলাহাট থানার অফিসার ইনচার্জ নাসিরউদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক ভোলাহাট আওয়ামীলীগ উপজেলা শাখার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডাঃ আশরাফুল হক (চুনু), আম ফাউন্ডেশন ভোলাহাট সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ((চুটু), প্রধান শিক্ষক পোল্লাডাঙ্গা দ্বীন মোহাম্মদ উচ্চ বিদ্যালয় শরিফুল ইসলাম, উপজেলা ভাইসচেয়ারম্যান গরীবুল্লাহ দবিরসহ অন্যরা।
এ সময় প্রয়াত রেফারী সেলিম রেজা ও খেলোয়াড়দের মৃত্যুতে বিশেষ দোয়া পরিচালনা করেন সাবেক ভোলাহাট উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব নুরুল হক।
উদ্বোধনী খেলায় পঞ্চনন্দোপুর বনাম বাচ্চামারী মুখোমুখি হয়। এতে ১-০ গোলে পঞ্চনন্দোপুরকে পরাজিত করে বাচ্চামারী ফুটবল দল।৩০ মিনিট করে ৬০ মিনিট খেলানো হয়। পোল্লাডাঙ্গা স্বর্ণকাপ ফুটবল প্রতিযোগীতায় ২৭ টি দল অংশ নিবেন বলে জানা গেছে। খেলাটি পরিচালনা করেন সেলিম রেজা সহকারী পরিচালক আমিনুল ইসলাম ও তরিকুল ইসলাম।
Leave a Reply