নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : আগামী শুক্রবার ১৮ অক্টোবর বাংলাদেশ আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। এ দিন বিকেল ৩টায় জেলা শিল্পকলা একাডেমিতে বর্ধিত সভাটি হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামী লীগের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা পরিষদে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ। প্রধান অতিথি হিসেবে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন, জেলা আয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. মঈনুদ্দিন মন্ডল।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের সহ-সভাপতি আলহাজ্ব মো. রুহুল আমিন, ফেরদৌসী ইসলাম জেসী এমপি, এ্যাড. নজরুল ইসলামসহ জেলা, উপজেলা, পৌর আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ।
Leave a Reply