নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগীতায় অংশ নিতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ০১৭১৩-৩৭৩৮১৫ নম্বরে অথবা থানার অফিসার ইনচার্জদের সাথে যোগাযোগ করার আহবান জানানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গ্রীণভিউ উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়, গোমস্তাপুর উপজেলা অডিটোরিয়াম, নাচোল উপজেলা উচ্চ বিদ্যালয় ও ভোলাহাটের নেকজান উচ্চ বিদ্যালয়ে ১৯ অক্টোবর শনিবার সকাল ৯টায় রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা একযোগে অনুষ্ঠিত হবে।
রচনার বিষয় হচ্ছে-(ক) গ্রুপ (৫ম হতে ৮ম শ্রেণি), বিষয় : সুনাগরিকের বন্ধু পুলিশ(৭০০ শব্দের মধ্যে), (খ) গ্রুপ (৯ম হতে ১০ম শ্রেণি), বিষয় : জাতীয় জরুরী সেবা ‘৯৯৯’(১০০০ শব্দের মধ্যে), (গ) গ্রুপ (একাদশ হতে তদুর্ধ্ব), বিষয় : জঙ্গি ও জঙ্গিবাদ নির্মূলে বাংলাদেশ পুলিশ(১২০০ শব্দের মধ্যে)।
চিত্রাঙ্কনের বিষয় হচ্ছে-প্রাথমিক পর্যায় : বিষয়-আমার দেখা পুলিশ বন্ধু। মাধ্যমিক পর্যায় : বিষয় : স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ পুলিশ।
Leave a Reply