সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে “পাপি” আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে কটুক্তি করায় সেলিম মিয়া (৩৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) দাঁতভাঙ্গা বাজার থেকে তাকে আটক করেছে রৌমারী থানা পুলিশ। তিনি উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের খেতারচর গ্রামের মরহুম আবুল হাসেম সরকারের ছেলে। সেলিমকে বৃহস্পতিবার ডিজিটাল আইনে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
এর আগে রৌমারী উপজেলা আওয়ামীযুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোঃ. জাইদুল ইসলাম মিনু বাদী হয়ে সেলিম মিয়া নামের ব্যাক্তিকে আসামি করে রৌমারী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে সেলিম মিয়া নামের ফেসবুক আইডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘‘পাপি’’ আখ্যা দিয়ে পোস্ট করেন।
মামলার বাদী উপজেলা আওয়ামীযুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোঃ. জাইদুল ইসলাম মিনু বলেন, ‘বিবাদী জাতির জনক বঙ্গবন্ধু, বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠনের প্রাতিষ্ঠানিক সুনাম ক্ষুন করার লক্ষ্যে অশ্লীল, অশালীন, প্রাপাগান্ডামূলক কুরুচিপূর্ণ লেখনী, শব্দাবলীযুক্ত ফেসবুকে পোস্টের মাধ্যমে মানহানিকর তথ্য প্রকাশ ও প্রচার করেছে। যা সরকার ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে আমার মনে হওয়ায় আমি বাদী হয়ে এ মামলা দায়ের করেছি।’
এ বিষয়ে রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, সেলিম মিয়া তার ফেসবুকের নিজ আইডি থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করে একটি পোস্ট দেন।
তিনি আরও বলেন, এ বিষয় লিখিত অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে সত্যতা পাওয়ায় সেলিম মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃত সেলিমকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজত প্রেরণ করা হয়েছে।// কুড়িগ্রাম প্রতিনিধি, মোবাইল 01718070388
Leave a Reply