নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ প্রেসক্লাবের নবনির্মিত কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পৌর মার্কেটের তৃতীয় তলায় নবনির্মিত কার্যালয় উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।
শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বজলার রশিদ সনু, মুক্তিযোদ্ধা ও ম্যাংগো ফাউন্ডেশনের সভাপতি আব্দূল কুদ্দুশ, শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি আব্দুর রহিম রানা, সিনিয়র সাংবাদিক মুক্তিযোদ্ধা তসলিম উদ্দিন, শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, সদস্য আহসান হাবিব, তারেক রহমান ও আমিনুল হক সোনা।
শিবগঞ্জ প্রেসক্লাবের নবনির্মিত কার্যালয় দ্বিতীয় দফা নির্মানে সহযোগিতা করেন কুমিল্লা পুলিশ সুপার ও শিবগঞ্জের অধিবাসী সৈয়দ নূরুল ইসলাম। উদ্বোধনী সভায় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশিল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি, রাজনীতিক ও ব্যবসায়ীরাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply