নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা ব্রিজের টোলঘরের পাকা রাস্তার উপর থেকে ৮০ বোতল ফেনসিডিলসহ ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা শিবগঞ্জ উপজেলার সাহেব নগর এলাকার মো. এনামুল হকের ছেলে মো. সাদ আলম (২১) ও একই উপজেলার নলডুবরী এলাকার মো.আ.লতিফের ছেলে মো. মফিজুল (২০)।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে চৌডালা ব্রিজের টোলঘরের পাকা রাস্তার উপরে অভিযান চালিয়ে ২ যুবককে ৮০ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেপ্তার করে গোমস্তাপুর থানা পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানা গেছে।
Leave a Reply