নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার সীমান্তবর্তী নারায়নপুর ইউপির ঝাউনিয়া গ্রামের একটি বাড়ি থেকে রবিবার বিকেলে মাটির নিচে পুঁতে রাখা ৫৩টি ককটেল উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাবিলদার ভিকুরাম হালদারের নেতৃত্বে জহুরপুর সীমান্ত ফাঁড়ির একটি টহল দল রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে জহুরপুর সীমান্তের ১৬/৩ এস নম্বর সীমান্ত পিলার থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নারায়নপুর ইউপির ঝাউনিয়া গ্রামে জহিরুল ইসলামের বাড়িতে তল্লাশি চালায়।
এ সময় মাটির নিচে পুতে রাখা ৫৩টি ককটেল উদ্ধার করা হয়। এ সময় বাড়ির লোকজন কেউ উপস্থিত ছিল না।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
Leave a Reply