নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে জেলা ছাত্রলীগের আয়োজনে শেখ রাসেলের ৫৬তম জন্মদিন পালন করা হয়েছে। ১৮ অক্টোবর শুক্রবার সকালে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে কেক কেটে এ জন্মদিন পালন করা হয়। শেখ রাসেলের ৫৬তম জন্মদিন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে কেক কেটে জন্মদিন উদ্বোধন করেন, জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমন ও সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি মো. আব্দুল ওদুদ, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, সাবেক এমপি জিয়াউর রহমান, সাবেক এমপি গোলাম মোস্তফা, জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিম, জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. গোলাম রাব্বানী ফটিক, জেলা যুবলীগ সভাপতি সামিউল হক লিটন, সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবুসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
Leave a Reply