ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিএসডি প্রাইজমানি ফুটবল টুর্ণামেন্ট ২০২০- ২১ এর সেমি ফাইনাল খেলার ১ম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
আজ শক্রবার ১ অক্টোবর বিকেল সাড়ে ৪টায় বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বজরাটেক সবজা পাইলট বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শুকুরের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে খেলায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডাঃ আসরাফুল হক চুনু,সহসভাপতি আফরাজুল হক বাবু সাধারণ সম্পাদক ইয়াসিন আলী শাহ, যুগ্ন সাধাএণ সম্পাদক সাইফুল আহমেদ বিশ্বাস, টুর্ণামেন্টের সাধারণ সম্পাদক হাবিব আলীসহ অন্যান্য অতিথিবৃন্দ ।
প্রধান রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন শাহিন ইসলাম টিটো ও সহযোগী রেফারি
শামিম খান ও মিনজাজুল ইসলাম ।
বৃহত্তর বজরাটেক ক্রীড়া একাদশের আয়োজনে বিএসডি প্রাইজমানি ফুটবল টুর্ণামেন্টে২০২০-২১ এর খেলায় উপজেলার মোট ২৫টি দল এ টুর্ণামেন্টে অংশ গ্রহণ করেন ।
৩০-৩০ করে ৬০ মিনিটের সেমিফাইনাল খেলায় লোক সমিতি ঝাউবোনা বনাম উপর ময়ামারী খেলায় অংশগ্রহণ করে ১-০ গোলে উপর ময়ামারী কে পরাজিত করে লোক সমিতি ঝাউবোনা টুর্ণামেন্টের ফাইনালে উত্তীর্ণ হয় ।
Leave a Reply