নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ:
স্বেচ্ছাসেবক লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন আজ। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য বিরাজ করছে। বিরাজ করছে উৎসবের আমেজ।
সম্মেলন উপলক্ষ্যে জেলা শহরের পৌর পার্কে বিশাল প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীরা জেলা শহরের প্রধান প্রধান সড়কে ও আশেপাশে কেন্দ্রীয় নেতাদের ছবি ও তাদের ছবিসম্বলিত অসংখ্য ব্যানার ও তোরণ নির্মাণ করেছেন।
স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ইফতেখারুল ইসলাম সুজন জানান, সম্মেলনের সব প্রস্তুতি শেষ হয়েছে। বুধবার সকাল ১০টায় পৌর পার্কের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর মুক্ত মঞ্চে সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু।
Leave a Reply