স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে দাকোপের বাজুয়া সুরেন্দ্র
নাথ ডিগ্রী কলেজ প্রঙ্গনে বণাঢ্য আয়োজনে শুরু হয়েছে চারদলীয় ফুটবল টুর্ণামেন্ট।
৭ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে দাকোপ উপজেলার আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও বাজুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে
নৌকা প্রতিকের নির্বাচিত চেয়ারম্যান মানষ কুমার রায় প্রধানঅতিথি হিসাবে উপস্হিত থেকে টুর্ণামেন্টের উদ্ধোধন করেন।
এ সময় তিনি বলেন মানষিক বিকাশ ও শাররিক উৎকর্ষ সাধনে খেলা ধুলার গুরুত্ব অপরাসিম।একজন
খেলোয়াড বিদেশের মাটিতে ভালো ক্রিড়া নৈপুণ্য দেখিয়ে দেশের নাম উজ্বল করতে পারে তাই লেখাপড়ার পাশাপাশি সকলকে খেলাদুলাই মনোনিবেশ করতে হবে খেলাদুলা মনকে প্রফুল্ল রাখে।
বিশেষ অতিথি ছিলেন বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রী কলেজের অধ্যক্ষ শ্যামল কুমার রায়, বাজুয়া ইউনিয়ন
আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তুষার রায়,বাজুয়া ইউনিয়নে নবনির্বাচিত ইউপি সদস্য দিনবন্ধু মন্ডল,রবীন মন্ডল,অসিম রায়,বিশ্বজিত সরকার,উৎপল দাস,জয়দেব রায়,সজল গাইনপলাশ মন্ডল প্রদিপ ইজ্জোদার,শান্ত, সহ আরো অনেকে।
খেলাটিতে উদ্দোধন ম্যাচে অংশনেয় মোংলাফুটবল একাদশ বনাম দাকোপ ছিটাবুনিয়া একাদশ নির্ধারিত সময়ে কোন গোল না হওয়ায় ট্রাইবেকারে উপনিত হলে দাকোপ ছিটাবুনিয়া ৪-৩ গোলে জয় লাভ করে।
Leave a Reply