মোঃজিল্লুর রহমান চারঘাট (রাজশাহী)প্রতিনিধিঃ
বুধবার (০৬ অক্টোবর) ০২.৩০ মিনিটের সময় রাজশাহী জেলার চারঘাট থানাধীন হলিদাগাছী হাই স্কুল মাঠ সংলগ্ন এলাকায় অপারেশন পরিচালনা করে ৮০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যাবসায়ী আয়ুব আলী (৩৫) কে গ্রেফতার করে র্যাবের এর একটি অপারেশন দল। আটককৃত আসামি ঢাকা মানিকগঞ্জ জেলার ঘিওর থানাধীন তরা গ্রাম এলাকার আরশেদ আলীর ছেলে।
ঘটনা সুত্রে জানা যায়-গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্কোয়াড কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ মারুফ হোসেন খান এর নেতৃত্বে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল অভিযান পরিচলনা করে রাজশাহী জেলার চারঘাট থানাধীন হলিদাগাছী হাই স্কুল মাঠ এলাকায় পৌছামাত্র র্যাবের উপস্থিতি টের পেয়ে ০১ জন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করে এসময় সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় উক্ত ব্যক্তিকে রাজশাহী জেলার চারঘাট থানাধীন হলিদাগাছী হাই স্কুল মাঠের উত্তরে চামটাগামী কাচা রাস্তার উপর হইতে আটক করা হয়।
উপস্থিত স্বাক্ষীগনের সামনে আসামী মোঃ আয়ুব আলী (৩৫) এর দেহ তল্লাশী করে তার পেটে কালো কসটেপ দ্বারা অভিনব কায়দায় ৮০০গ্রাম হেরোইন লুকানো অবস্থায় ছিল।উল্লিখিত, হেরোইন এর মূল্য আনুমানীক ৮০,০০,০০০/- (আশি লক্ষ) টাকা।
আসামীর বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮, এর ৩৬ (১) সারণী ৮(গ) ধারায় মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply