ভোলাহাট প্রতিনিধি : মাদকমুক্ত দেশ গড়ি খেলাধুলা চর্চা করি,বাল্যবিবাহ কে না বলি,এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিএসডি প্রাইজমানি গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৫ নভেম্বর শুক্রবার বিকেল ৪টার দিকে বৃহত্তর বজরাটেক ক্রীড়া একাদশের আয়োজনে ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন,লোক সমিতি ঝাউবোনা বিনাম গোহালবাড়ী ফুটবল দল। ৩০ করে ৬০ মিনিটের খেলায় গোল শূন্য ট্রাইবেকারের মাধ্যমে ঝাউবোনা গোহালবাড়ী ফুটবল দলকে ৫-৪ পরাজিত করেন।
সবজা স্কুলের প্রধান শিক্ষক ও বৃহত্তর বজরাটেক ক্রীড়া একাদশের সভাপতি আব্দুস শুকুরের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চাঁপাইনবাবগঞ্জ জেলা আ’লীগের সাধারন সম্পাদক ও সাবেক সাংসদ আব্দুল ওদুদ বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ভোলাহাট থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান, জেলা আ’লীগের সহসভাপতি আঃ খালেক, ভোলাহাট উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ইয়াসিন আলী শাহ,সহ-সভাপতি আফরাজুল হক বাবু,জেলা পরিষদের মহিলা সদস্য হোসনে আরা পাখি,বজরাটেক বড় জামে মসজিদের সভাপতি মাসুম চৌধুরী,প্রভাষক এরফান আলী,বিএসডির সভাপতি ও ডাইসিন গ্রুপের এজিএম আবুল কালাম আজাদ ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী জেসমিন সুলতানা,বৃহত্তর বজরাটেক ক্রীড়া একাদশের সাধারণ সম্পাদক হাবিব আলী প্রমূখ।
খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন নাইমুল ইসলাম ও ম্যান অফ দ্যা সিরিজ নির্বাচিত হন লোক সমিতি’র খেলোয়ার জিক্সার সাগর ।ফাইনাল খেলার অনুষ্ঠান টি সঞ্চালনা করেন জীবন শেখজি।
পরে খেলোয়াড়সহ রানারআপ ও বিজয়ী দলকে ট্রফিসহ প্রাইজমানি প্রদান করেন আগত অতিথিবৃন্দ।
উল্লেখ্য খেলাটি দেখার জন্য ভোলাহাটের খেলাপ্রেমোদী উৎসুক জনতা ভিড় জমায়।
Leave a Reply