ফিরোজ আলম-নিজস্ব প্রতিবেদক::
রাজশাহী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদক বিরোধী অভিযানে তাতাতপুর-মৌগাছি গ্রামের মজিবর রহমানের পুত্র জীবন বিস্বাস @সেলিম ০৭গ্রাম হেরোইন ও ২০পিচ ইয়াবা ট্যাবলেট সহ- হাতে নাতে গ্রেফতার করেন ডিবি পুলিশ। ধৃত আসামী গণের বিরুদ্ধে চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। মামলাটি তদন্তাধীন।
পুলিশ সুপার, রাজশাহী ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মহোদয়ের দিক নির্দেশনায় ওসি ডিবি খাইরুল ইসলাম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) মুহাম্মদ রুহুল আমিন সহ সঙ্গীয় অফিসার-ফোর্স এর সহায়তায় ধৃত আসামী ১। মোঃ জীবন বিশ্বাস @ সেলিম (৩৪), পিতা-মোঃ মজিবর রহমান, সাং-তাতারপুর (মৌগাছী), থানা-চারঘাট, জেলা-রাজশাহীকে ইং-০৮/১১/২০২১ তারিখ ১৬.০৫ ঘটিকায় চারঘাট থানাধীন তাতারপুর মৌগাছী গ্রামস্থ ধৃত আসামী এর বসতবাড়ির ভিতর হেরোইন ও ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করাকালে ধৃত আসামীর হেফাজত হইতে ০৭(সাত)গ্রাম হেরোইন ও ২০ (বিশ) পিচ ইয়াবা ট্যাবলেট (যাহার আনুমানিক মূল্য ৭৬,০০০/- টাকা) সহ গ্রেফতার করেন। এ সংক্রান্তে ধৃত আসামীর বিরুদ্ধে চারঘাট মডেল থানায় মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্তাধীন।
এ ঘটনার বিষয়টি নিশ্চিত করার জন্য মোবাইল ফোনে যোগাযোগ করা হলে রাজশাহী জেলা ডিবি অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম এ প্রতিবেদককে জানান, আই জি পি, মহোদয়ের পুলিশ বিভাগের উপর নির্দেশ হচ্ছে মাদক কে জিরো টলারেন্স আনতে হবে, দেশ ও যুব সমাজকে বাঁচাতে হবে। সে লহ্মে আমরা জেলা ডিবি পুলিশ অবিরাম মাদক নিমূলে কাজ করে যাচ্ছি। দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিল জীবন বিস্বাস @সেলিম সোমবার তাদেরকে আটক করতে জেলা ডিবি পুলিশের ১টি চৌকস দল কতৃক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত আসামীগণ কে পুলিশ পাহারার মধ্য দিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
Leave a Reply