ফিরোজ আলম- নিজস্ব প্রতিবেদক::
রাজশাহী তানোর উপজেলার ৬ টি ইউপিতে রাত পুহালেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
রাজশাহী তানোরে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে পুলিশের নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে রাজশাহীর তানোর উপজেলার ০৬ টি ইউনিয়নে আগামীকাল বৃহস্পতিবার (১১ নভেম্বর) ২০২১ ইং ভোট অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে নির্বাচনে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় আজ বুধবার ১০ নভেম্বর তানোর পাইলট উচ্চ বিদ্যালয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ব্রিফিং প্যারেডে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সকল পুলিশ ও আনসার সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিং করেন, রাজশাহী জেলা পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) এসময় নির্বাচনে ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার লক্ষ্যে বিভিন্ন দিকনিদের্শনা প্রদান-সহ সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
এসময় অতিঃ পুলিশ সুপার জনাব সনাতন চক্রবর্তী (ডিএসবি) এবং তানোর থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল হাসান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আঃ বারী’সহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিট হতে আগত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, সদস্য ও আনসার সদস্যগণেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত ব্রিফিং শেষে এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান রাকিবের সাথে যোগাযোগ করা হলে তিনি এই প্রতিবেদক কে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ইতোমধ্যেই নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণার্থে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিশোধ এলাকায় পুলিশ অফিসার ফোর্স ও সকল আনসার সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার নিয়মগুলি যথাযথভাবে মেনে ভোট কেন্দ্র সমূহের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
অন্যদিকে সরনজাই ইউপি নির্বাচনে আঃলীগের দলীয় প্রার্থীর জটিলতায় নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন তানোর নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা ও
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান রাকিব।
Leave a Reply