ফিরোজ আলম -নিজস্ব প্রতিবেদক ::
আই জি পি মহোদয়ের উদ্যোগে, রাজশাহী জেলা পুলিশ সুপার এর সার্বিক তত্ত্বাবধানে, মোহনপুর উপজেলায় ২নং ঘাসিগ্রাম ইউনিয়নে ৭নং (ওয়ার্ড) গোছা গ্রামে শনিবার (১৩ নভেম্বর) রাজশাহী জেলা পুলিশের তত্ত্বাবধানে ” মুজিব শতবর্ষের উপলক্ষে ’’ হতদরিদ্র গৃহহীনদের মাঝে গৃহ নিমার্ণ কাজের ভিত্তিপ্রস্তরস্থাপন করা হয়।
প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) আবু সালেহ মো: আশরাফুল আলম,
আরও উপস্তিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) অলক বিস্বাস, কেশারহাট পৌর মেয়র শহীদুজ্জামান শহীদ, মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম, এস আই, আলহাজ ২নং বিট ইনচার্জ এস আই, এ বি সিদ্দিক, মোহনপুর উপজেলা মাদক, জঙ্গিবাদ, নাশকতারোধ, ইভটিজিং ও নারী-শিশু নির্যতন প্রতিরোধ কমিটি আহবায়ক ও মোহনপুর প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক, মানবাধিকার কর্মী, সচেতনকর্মী, ফিরোজ আলম ও ইউ পি সদস্য আশরাফ আলী।
উল্লেখ্য, বারান্দসহ- দুই রুম বিশিষ্ট সেমি পাকা টিনশেড বাড়িতে টয়লেট, বিদ্যুৎ ও পানির নাগরিক সুবিধা রয়েছে।
হতদরিদ্র গৃহহীনদের মধ্যে এ সুবিধা ভোগ করবেন গোছা (সোনারপাড়া) গ্রামের আলফাজ এর স্ত্রী বেগম আক্তার।
Leave a Reply