ভোলাহাট প্রতিনিধি: ভোলাহাট উপজেলার ঝাউবোনা মডেল টেকনিক্যাল এন্ড বি.এম ইন্সটিটিউট কলেজে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বার দুপুরে কলেজ চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,ভোলাহাট কলেজের অধ্যক্ষ মোঃ মাসুদ রানা,কানারহাট এলাকার বিশিষ্ট সমাজসেবক মাসুম চৌধরী, খালে আলম উচ্চ বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক মোঃ হাফিজুল হক,বিশিষ্ট সমাজসেবক আতাউর রহমান রজব,কানারহাটের বিশিষ্ট সমাজসেবক মোঃ জিয়েম আলী ও নেকজান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুনিরুল ইসলাম এবং কলেজের বিদায়ী ছাত্র- ছাত্রীদের মধ্যে মোঃ হৃদয় ও মোসাঃ ববিতা খাতুন ।
কলেজ থেকে এবছর ১০৬ জন ছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এরপর অনুষ্ঠানে একাদশ শ্রেণিতে নবাগত ছাত্র- ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেয় উচ্চ শ্রেণির ছাত্রী -ছাত্রীরা। এইচএসসি পরীক্ষার্থীদেরকে ফুল ও পুরস্কার সামগ্রী দিয়ে বিদায় জানানো হয়।
Leave a Reply