শিরোনাম
রাণীনগরে আলোচিত মাদক ব্যবসায়ী গ্রেফতার-বরেন্দ্র নিউজ ভোলাহাটে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী চশমা প্রতীকের কামালের গণসংযোগ-বরেন্দ্র নিউজ ভোলাহাটে রুপালী ব্যাংকের পিএলসি নতুন ভবনের শুভ উদ্বোধন‌‌-বরেন্দ্র নিউজ ভোলাহাটে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কায়সারের গণসংযোগ-বরেন্দ্র নিউজ ভোলাহাটে নানা আয়োজনে বাংলা নববর্ষ পালিত-বরেন্দ্র নিউজ ভোলাহাটে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে ডুবে ২ শিশুর মৃত্যু-বরেন্দ্র নিউজ ভোলাহাটে ৩টি মোটরসাইকেলসহ অন্তঃজেলা চোর চক্রের ৪জন গ্রেফতার-বরেন্দ্র নিউজ ঢাকাস্থ ভোলাহাট উপজেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত -বরেন্দ্র নিউজ ভোলাহাটে বিশিষ্টজনদের সম্মানে জামায়াতরে ইফতার-বরেন্দ্র নিউজ ভোলাহাটে ১০ বোতল ফেনসিডিলসহ ২ জন গ্রেফতার-বরেন্দ্র নিউজ ভোলাহাটে সাংবাদিকদের সাথে ইফতার করলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী খালেক-বরেন্দ্র নিউজ
সাংবাদিক হতে চায় শিবগঞ্জের রায়হান-বরেন্দ্র নিউজ

সাংবাদিক হতে চায় শিবগঞ্জের রায়হান-বরেন্দ্র নিউজ

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রায়হান আলী সাংবাদিকতায় থেকে জনসেবা করতে চায়। তিনি শ্যামপুর ইউনিয়নের ছোট হাদিনগর কামারেটোলা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রবিউল ইসলামের ছেলে। তারা দুই ভাই এবং এক বোন। ভাইদের মধ্যে রায়হান বড়। সাংবাদিকতার লক্ষ্যে শ্যামপুর মনি ক্যাডেট ইংলিশ একাডেমীতে প্লে শ্রেণীতে ভর্তি হয়ে শিক্ষাজীবন শুরু হয়। রায়হান ২০১১ সালে পিএসসি, ২০১৭ সালে শ্যামপুর ইউ.সি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৯ সালে শ্যামপুর হাজি মমতাজ ডিগ্রী কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করে। এরপর শেরে বাংলা এ কে ফজলুল হকের প্রতিষ্ঠা করা শিবগঞ্জের আদিনা সরকারী কলেজে অনার্সে ভর্তি হন । বর্তমানে তিনি ওই কলেজে প্রাণীবিদ্যা বিভাগে অনার্স প্রথম বর্ষে অধ্যায়নরত। সাংবাদিকতায় ক্যারিয়ার গড়তে বেশ আগ্রহী। এই পেশায় থেকে জনগণ ও দেশের জন্য অনেককিছু করা সম্ভব বলেই এখানে তার আগ্রহ। ইতোমধ্যে তিনি অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে লেখালেখি শুরু করেছেন। যমুনা প্রতিদিন নামের একটি অনলাইন পোর্টালে শিবগঞ্জ প্রতিনিধি হিসেবে কাজ করছেন। সিনিয়রদের গঠনমূলক বিভিন্ন পরামর্শে তাকে সামনে এগিয়ে যেতে সহায়তা করবে বলে মনে করেন তিনি। তবে সাংবাদিকতায় আসার কারণ কি জানতে চাইলে রায়হান বলেন, স্বপ্ন হচ্ছে এমন একটি চিন্তা যা মানুষের ভবিষ্যৎ গড়তে সাহায্য করে। আমি সাংবাদিক হতে চাই। জাতির বিবেকরা সমাজের নানা বিষয় তুলে ধরে। আমিও লেখালেখির মাধ্যমে সমাজের বিভিন্ন শ্রেণীপেশার মানুষের কথাগুলো মিডিয়াতে নিয়ে আসব। রায়হান লেখালেখির পাশাপাশি স্বেচ্ছাসেবী কাজেও বেশ উদ্যমী হতে চায়।বেশকয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের সাথেও যুক্ত। এবিষয়ে রায়হান বলে, আমার পরিকল্পনা আমি সবার সাথে ভাল ব্যবহার করবো। জনগণের স্বার্থে শ্যামপুর সাহিত্য বন্ধন নামে একটি সংগঠনেযুক্ত আছি। মনোযোগের সাথে পড়ালেখাও চলছে। লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছি। তবে আমি মনে করি, জীবনে ভালো মানুষ হিসেবে গড়ে ওঠাই হলো পড়াশোনার মূল উদ্দেশ্য। সর্বোপরি সাংবাদিকতায় থেকে দেশকে ভাল কিছু উপহার দিতে প্রত্যয়ী।
তবে এই পেশার আগ্রহের পেছনে কাদের ভূমিকা রয়েছে এমন প্রশ্নে রায়হান বলেন, রাজশাহীর আমানুল্লাহ আমান ভাইয়ের সাংবাদিকতা দেখে প্রবল আগ্রহ হয়। তার লেখালেখি, উপস্থাপনা বেশ লাগে। মনে মনে ভাবতাম, আমানুল্লাহ ভাই পারলে আমি কেন পারবনা? আমাকেও পারতে হবে। সেখান থেকেই তার সাথে যোগাযোগ এবং বিভিন্ন পরামর্শে আগ্রহটা আরও বৃদ্ধি পায়।
এছাড়াও মোহনা টিভির চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি তারেক ভাইয়া, ৭১টিভির এসকে রোকন ভাইয়া, দৈনিক নবচেতনা পত্রিকার হাবিবুল বারি, নাচোল নিউজের সম্পাদক হাবিবুল্লাহ শিপন ভাইয়া সিফাতুল্লাহ ভাইয়াকে কে ভাল লাগে। এদের কাছ থেকে অনেক কিছু পরামর্শ পেয়ে থাকি। তিনি আরও বলেন, সাংবাদিকতা পেশায় আসতে হলে অবশ্যই এটা সম্পর্কে জানতে হবে,অধ্যায়ন করতে হবে। আমিও সেটি করতে চাই। শিক্ষিত সাংবাদিক হতে চাই। তিনি সাংবাদিকতায় উজ্জ্বল ক্যারিয়ার গড়তে সকলের কাছে দোয়াপ্রার্থী। সেই সাথে তার এতদূর অগ্রসর হতে অবদান রাখায় সাংবাদিক সহ শুভাকাঙ্ক্ষীদেরকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




<figure class=”wp-block-image size-large”><img src=”http://borendronews.com/wp-content/uploads/2020/07/83801531_943884642673476_894154174608965632_n-1-1024×512.jpg” alt=”” class=”wp-image-17497″/></figure>

© All rights reserved © 2019 borendronews.com
Design BY LATEST IT