নিজস্ব, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২৭ অক্টোবর রোববার সকাল ১১ টায় নবাবগঞ্জ টাউন ক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গণতন্ত্র, ভোটাধিকার ও ন্যায় বিচার পুণঃরুদ্ধারে এবং দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি তবিউল ইসলাম তারিফ।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা জাতীয়তাবাদী দলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া, সাবেক বিএনপি নেতা আলহাজ্ব রফিকুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান অনু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক গোলাম মুর্তজা, সাবেক ছাত্রদল নেত্রী নুসরাত তাহমিনা বেগম মিমি।
আরো উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সহ-সভাপতি কামরুজ্জামান মানিক, যুগ্ম সম্পাদক গোলাম কিবরিয়া ও আব্দুস সালাম তালুকদার, ভোলাহাট উপজেলার ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন, মহিলা নত্রী ড. ফ্রেডড্রীক জোহনা স্যামুয়েল, জেলা গণশিক্ষা বিষয়ক বিএম রুবেল আহমেদ, ছাত্রদল নেতা রাজু আহমেদ, নাচোল উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আসিক মাহমুদ প্রমুখ।
অনুষ্ঠানে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান অনু বলেন আগামিতে পৌরসভা নির্বাচনে তারুণ্যের অহংকার জেলা যুবদলের সভাপতি তবিউল ইসলাম তারিফ কে আমরা মেয়র পদে দেখতে চাই এবং সকলকে একযোগে কাজ করার জন্য আহ্বান জানান।
Leave a Reply