ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁ জেলার নবাগত জেলা প্রশাসকের সাথে ধামইরহাট উপজেলার বিভিন্ন সেবা গ্রহিতা, গন্যমান্য ব্যাক্তি, সাংবাদিক, জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুনয়ারী দুপুর ২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও গনপতি রায়ের সঞ্চালনায় ও সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলার নবাগত জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান,পিএএ। এ সময় তিনি সীমান্ত এলাকা ধামইরহাট উপজেলায় মাদক নির্মলে সকল বাহিনীর সহযোগিতা কামনা করেন।
মত বিনিময় সভায় উপজেলা উপজেলা মো.আজাহার আলী, সহকারি কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সফল উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. দেলদার হোসেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো.শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা এক্কা, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ কেএম রাকিবুল হুদা, উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, ধামইরহাট পৌরসভার প্যানেল মেয়র মেহেদী হাসান, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, ধামইরহাট প্রেসক্লাবের সভাপতি আব্দুল আজিজ, সাংবাদিক হারুন আল রশীদ,আব্দুল মালেক, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি আনজু আরা, আদিবাসী নেতা কুরশিদ পাহান প্রমুখসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
বিকেল ৪ টায় উপজেলা ভূমি অফিস, ধামইরহাট পৌরসভা পরিদর্শন শেষে ঐহিত্যবাহী আলতাদিঘী জাতীয় উদ্যান পরিদর্শণ করেন।
Leave a Reply