নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : আগামী ২৬ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার কাউন্সিল উপলক্ষে কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় আওয়ামী লীগের জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মঈনুদ্দিন মন্ডলের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ, শিবগঞ্জ-১ আসনের এমপি ডা. সামিল উদ্দীন আহমেদ শিমুল, সাবেক এমপি ব্রিগেডিয়ার এনামুল হক, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক এমপি গোলাম মোস্তফা বিশ্বাস, জেলা সাংগঠনিক সম্পাদক আজিবুর রহমানসহ জেলা কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
সভায় ২৬ নভেম্বর জেলা আওয়ামী লীগের কাউন্সিলকে সফল করতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।
Leave a Reply