মোঃ নাসিম,নাচোল(চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি) :-
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে খাদ্যমন্ত্রীর আকস্মিক খাদ্য গুদাম পরিদর্শন শেষে কুলি সর্দ্দার মজিবুর রহমান ও ভাইস চেয়ারম্যানের লোকজনের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে ।
এ ঘটনায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবুর ৩জন লোক গুরুতর আহত হয়েছে। প্রত্যক্ষদশীরা জানায়,শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টায় মাননীয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার চাঁপাইনবাবগঞ্জের নাচোল খাদ্য গুদাম আকস্মিক পরিদর্শন করেন। খাদ্য গুদাম পরিদর্শন শেষে যাওয়ার পর পরই কুলি সর্দ্দার মজিবুর রহমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের কে কটাক্ষ করে গালিগালাজ করতে থাকে।
এ সময় ভাইস চেয়াারম্যানের লোকজন কুলি সর্দ্দার মজিবুর রহমান কে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের সম্পর্কে বাজে মন্তব্য করতে নিষেধ করে। ঘটনার এক পর্যায়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডতা শুরু হলে কুলি সর্দ্দার মজিবুর রহমানের লোকজন ভাইস চেয়ারম্যানের দুই লোক মিঠুন ও তোতা কে মারধর করে আহত করে।
এসময় খাদ্যগুদামের এএসআই মাসুদ রানা উভয় পক্ষের লোকজন কে খাদ্যগুদাম হতে চলে যেতে বললে কে বা কাহারা খাদ্যগুদামের এএসআই মাসুদ রানা কে মারধর করে লাঞ্চিত করে।
খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন বিষয়ে নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা বলেন, মন্ত্রী মহোদয় শুক্রবার রাজশাহী বিমানবন্দর থেকে সড়ক পথে নওগাঁ যাওয়ার সময় হঠাৎ রুট পরিবর্তন করে গোদাগাড়ী হয়ে নাচোল আসেন। আসার পথে তিনি গোদাগাড়ী, আমনুরা ও নাচোল খাদ্য গুদাম পরিদর্শন করেন।পরে মন্ত্রী যাওয়ার পর পরই ঘটে খাদ্য গোডাউনে অন্যরকম কান্ড ।
উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা জানান, খাদ্য মন্ত্রী যাওয়ার পর পরই উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু’র লোকজনের সাথে খাদ্য গোডউনের কুলি সর্দ্দার মজিবুর রহমান এর বাকবিতন্ডতা শুরু হয়।হট্টগোলে খাদ্য গোডউনের এএসআই মাসুদ রানা আহত হয়। পরে আমার নির্দেশে উভয় পক্ষের লোকজন গোডাউন ত্যাগ করে।তবে বিষয়টি মন্ত্রীকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি। শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টায় নাচোল খাদ্য গুদাম পরিদর্শন করেন মাননীয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
এ সময় রাজশাহী আঞ্চলিক খাদ্য িনয়ন্ত্রক মনিরুজ্জামান, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদের, নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রক নাজমুল হক ভুইয়া, চাঁপাইনবাবগঞ্জ জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক অন্তরা মল্লিক, ভাইস চেয়ারম্য্যন রেজাউল করিম বাবু, নাচোল থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ, নাচোল খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বিষয়টি নিয়ে খাদ্য গোডাউনের ওসি এলএসডি সফিউর রহমান বলেন বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তাদের দিক নির্দেশনা পেলে আইন গত ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু জানান,খাদ্য গুদাম পরিদর্শন শেষে যাওয়ার পর পরই কুলি সর্দ্দার মজিবুর রহমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের কে কটাক্ষ করে গালিগালাজ করতে থাকে। এ সময় আমার লোকজন কুলি সর্দ্দার মজিবুর রহমান কে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের সম্পর্কে বাজে মন্তব্য করতে নিষেধ করে। ঘটনার এক পর্যায়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডতা শুরু হলে কুলি সর্দ্দার মজিবুর রহমানের লোকজন আমার দুই লোক মিঠুন ও তোতা কে মারধর করে আহত করে।পরে আমি আমার লোকজন কে নিয়ে চলে আসি।উল্লেখ্য যে খাদ্য গোডাউনের ওসি এলএসডি সফিউর রহমানের নানা অনিয়ম,ওদুর্নীতির অভিযোগ নিয়ে বিভিন্ন সংবাদ প্রকাশিত হওয়ার পর ও তাঁর দায়িত্ব পালন নিয়ে জনসাধারনের মনে ক্ষোভ দেখা দিয়েছে।
Leave a Reply