জো রুট রীতিমতো শিকড় গেড়ে বসেছেন! বিশ্বকাপে এরই মধ্যে দুটি সেঞ্চুরি করে ফেলেছেন এই ইংলিশ ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরিটি দিয়ে কাল সাকিব আল হাসানকেও পেরিয়ে গেলেন। এই বিশ্বকাপে সর্বোচ্চ রানে এখন একে রুট, দুইয়ে সাকিব। সাকিব অবশ্য এক ম্যাচ কম খেলেছেন রুটের চেয়ে। রুট এগিয়ে আছেন মাত্র ১৯ রানে। ফলে, সোমবারই সাকিব আবার রুটকে পেরিয়ে যাওয়ার সুযোগ পাবেন। অবশ্য আজ ডেভিড ওয়ার্নার-অ্যারন ফিঞ্চরা পেরিয়ে যেতে পারেন সাকিব-রুট দুজনকেই।
খেলোয়াড় | ম্যাচ | রান | সর্বোচ্চ | গড় | ১০০/৫০ |
জো রুট | ৪ | ২৭৯ | ১০৭ | ৯৩.০০ | ২/১ |
সাকিব আল হাসান | ৩ | ২৬০ | ১২১ | ৮৬.৬৬ | ১/২ |
ডেভিড ওয়ার্নার | ৪ | ২৫৫ | ১০৭ | ৮৫.০০ | ১/২ |
জেসন রয় | ৪ | ২১৫ | ১৫৩ | ৭১.৬৬ | ১/১ |
আরন ফিঞ্চ | ৪ | ১৯০ | ৮২ | ৪৭.৫০ | ০/২ |
জস বাটলার | ৪ | ১৮৫ | ১০৩ | ৬১.৬৬ | ১/১ |
রোহিত শর্মা | ২ | ১৭৯ | ১২২* | ১৭৯.০০ | ১/১ |
স্টিভ স্মিথ | ৪ | ১৭০ | ৭৩ | ৪২.৫০ | ০/২ |
মোহাম্মদ হাফিজ | ৩ | ১৪৬ | ৮৪ | ৪৮.৬৬ | ০/১ |
মুশফিকুর রহিম | ৩ | ১৪১ | ৭৮ | ৪৭.০০ | ০/১ |
Leave a Reply