নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে ।
৮ মার্চ মঙ্গলবার সকাল ১০টার দিকে একটি র্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নিবার্হী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গরিবুল্লাহ দবির, ওসি(তদন্ত) মোঃ রেজওয়ানুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মচারী মোসাঃ আনজু আরা ও মোসাঃ নিসাদসহ অন্যরা।
অন্যদিকে আন্তর্জাতিক নারী দিবসে Brac সামাজিক উন্নয়ন ও আইনী সুরক্ষা কর্মসূচী থেকে অংশগ্রহণ করেন অফিসার সেলপ মোঃ গোলাম আজম ও পল্লী সমাজের সদস্যবৃন্দ। এ সময় নারীদের উন্নয়নে নানা দিক তুলে ধরা হয়।
Leave a Reply