নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : জামিনে কারামুক্ত হলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুনুর রশীদ।সংসদ সদস্য কোটায় শুল্কমুক্ত গাড়ি এনে তা বিক্রি করে সরকারকে শুল্ক ফাঁকি দেওয়ার মামলায় তাকে ৫ বছরের কারাদণ্ড দেয় আদালত।
এরপর এ মামলায় জামিন হলে বৃহস্পতিবার বিকেলে তিনি কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে আসেন। ২১ অক্টোবর তাকে ৫ বছরের কারাদণ্ড দেয় আদালত। ওই দিনই তাকে কারাগারে পাঠানো হয়।
সোমবার হাইকোর্ট এই সংসদ সদস্যকে ছয় মাসের অন্তর্র্বতী জামিন দেয়। এ জামিন স্থগিত চেয়ে বুধবার দুদকের করা আবেদনে ‘নো অর্ডার’ দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ।
একই সঙ্গে তাকে বিচারিক আদালতের দেওয়া ৫০ লাখ টাকার অর্থদণ্ড স্থগিত ও মামলার নথিপত্র তলব করা হয়।
এর ফলে কারাগারে থাকা বিএনপির এই সংসদ সদস্যের কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই বলে বুধবার জানিয়েছিলেন তার অন্যতম আইনজীবী সৈয়দ মিজানুর রহমান।
বিগত চারদলীয় জোট সরকারের সময় এমপি থাকা অবস্থায় শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানি করে তা বিক্রি করে শুল্কের অর্থ আত্মসাতের অভিযোগে ওই তিনজনের বিরুদ্ধে ২০০৭ সালের ১৭ মার্চ রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করে দুদক।তদন্ত শেষে একই বছরের ১৮ জুলাই তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। পরে অভিযোগ গঠনের মধ্য দিয়ে একই বছরের ২০ আগস্ট তিনজনের বিরুদ্ধে বিচার শুরু হয়। বিচারকালে ১৭ জন সাক্ষ্য দেয়।
Leave a Reply