তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন সিআর মামলায় পলাতক থাকা আসামীদের গ্রেফতার করেছে থানা পুলিশ। থানা পুলিশ সূত্রে জানা গেছে, আসামীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলায় পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, বাধাইড় ইউপির বাধাইড় কালিকান্দর গ্রামের মাতরা হেমরমের পুত্র নরেশ হেমরম(৫৪),তানোর পৌর এলাকার রায়তান আকচা গ্রামের হারুনের পুত্র শহিদুল ইসলাম(৩৫), মুন্ডুমালা পৌর এলাকার সাদিপুর গ্রামের মৃত জায়েদ হোসেনের পুত্র জামাল হোসেন ফিটু(২৮),পাঁচন্দর ইউপির পাঁচন্দর গ্রামের মাইনুল ইসলামের স্ত্রী সালেহা বেগম(৪৩)। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া জানান, গ্রেফতারকৃত আসামীদের পুলিশ স্কটের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply