ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :
বিএনপি ও স্বাধীনতা বিরোধীদের উস্কানিমূলক স্লোগান এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার আওয়ামী লীগ ও যুবলীগের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৪ জুন শনিবার বিকেল ৪টার দিকে ভোলাহাট কলেজ মোড়ের মজিব চত্বরে নিরাময় ক্লিনিকের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ সমাবেশে উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক উপস্থাপনায় সাইরুল ইসলাম আবুর উপস্থাপনায় ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল গাফফার মুকুল এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, এ সময় জেলা আ’লীগের সহসভাপতি আঃ খালেক, আ’লীগ নেতা আইয়ুব আলী মন্ডল,ভোলাহাট উপজেলা আ’লীগের সহসভাপতি আফরাজুল হক বাবু, সাধারণ সম্পাদক ইয়াসিন আলী শাহ, সাধারণ সাংগঠনিক সম্পাদক মোঃ রাব্বুল হোসেন,যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুল আহমেদ বিশ্বাস, জেলা আওয়ামী লীগ এর মহিলা বিষয়ক সম্পাদক হোসনে আরা পাখ, জামবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন আইরোন, গোহালবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিয়ামত আলী, উপজেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি গরিবুল্লাহ দবির,উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রেজাউল করিম বাবলু, জেলা আওয়ামী মহিলা লীগের সদস্য শাহাজাদী বিশ্বাস, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোহিদুল ইসলাম ডালিমসহ শাখা আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রমুখ।
এ সময় বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বিএনপি ও স্বাধীনতা বিরোধী জামাত সন্ত্রাসের নামে তারা মানুষকে পুড়িয়ে হত্যা করেছিল। তাদের সন্ত্রাসী কর্মকান্ডের চিত্র এখনও বাংলার জনগণ ভুলেনি।
তারা আরও বলপন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় অবিলম্বে তাদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান বক্তারা।
Leave a Reply