ভোলাহাট প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলা পর্যায়ে আজ বৃহস্পতিবার দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা ভোলাহাট উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক রাব্বুল হোসেন, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান প্রমুখ।
পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা শীর্ষক প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে কর্মশালায় অংশগ্রহণকারীরা ১০টি গ্রুপে ভাগ হয়ে সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলায় সুপারিশ তুলে ধরেন।
কর্মশালায় ভোলাহাট উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও বিশিষ্টজনরা অংশগ্রহণ করেন।
Leave a Reply