ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় বাংলাদেশ ছাত্রলীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা আগামী এক বছরের জন্য ভোলাহাট উপজেলার নতুন কমিটি ঘোষণা করেছে।
১৫ জুলাই শনিবার বাংলাদেশ ছাত্রলীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ নাহিদ শিকদার ও সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ এ কমিটির অনুমোদনে স্বাক্ষর করেন। সভাপতি পদে মো. রিফাত হোসেন টুইঙ্কেল ও সাধারণ সম্পাদক পদে মো. মোঃ আহসান হাবিব নির্বাচিত হয়েছেন।
ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পাওয়া দায়িত্ব পাওয়া মো. রিফাত হোসেন টুইঙ্কেল সদ্য বিদায়ী উপজেলা বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন । অপরদিকে সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া মো. আহসান হাবিব আদিনা সরকারি কলেজের ইংরেজি বিভাগের ছাত্র।তিনিও বর্তমানে চাঁপাইনবাবগঞ্জের জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং উপজেলা ছাত্রলীগ কমিটির সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক ছিলেন ।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা.সাইফ জামান আনন্দ প্রতিবেদককে জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে জেলা ছাত্রলীগ কাজ করে যাচ্ছে।
এরই মধ্যে আজ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার কমিটিসহ জেলার ৪টি উপজেলা নতুন কমিটির অনুমোদন দেয়া হয়েছে। কমিটিগুলো মেয়াদতীর্ন হওয়ায় গতিশীলতা বৃদ্ধির জন্য নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আশা করি নতুন কমিটিগুলো শক্তিশালী হয়ে ভালোভাবে কাজ করবে। অনুমোদিত নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্য সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন, নাহিদ শিকদার ও ডা. সাইফ জামান আনন্দ।
Leave a Reply