সাইফুর রহমান শামীম , কুড়িগ্রামঃ
জ্বালানী তেল সহ সকল পণ্য-সামগ্রীর মূল্য বৃদ্ধি,পরিবহন ভাড়া বৃদ্ধি,অস্বাভাবিক লোডশেডিং,ভোলা ও নারায়নগঞ্জে বিএনপি নেতা কর্মী হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপি’র উদ্যোগ একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে মিছিলটি মোক্তারপাড়া জেলা বিএনপি কার্যালয়ের সামনে উপস্থিত হয়ে সমাবেশ করে। সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল আজিজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি তাসভীর উল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ,জেলা বিএনপি’র উপদেষ্টা উমর ফারুক,সাবেক সহ-সভাপতি সহিরুজ্জামান সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল,যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন,সহ সাধারণ সম্পাদক ইদ্রিস আলী,সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুবার রহমান,উলিপুর উপজেলা বিএনপি সভাপতি হায়দার আলী মিয়া.নাগেশ্বরী উপজেলা বিএনপি সভাপতি গোলাম রসুল রাজা,রাজারহাট উপজেলা বিএনপি সভাপতি আনিছুর রহমান,চিলমারী উপজেলা বিএনপির সিনিঃ সহ সভাপতি আবু হানিফা,কুড়িগ্রাম পৌর বিএনপির সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গির বিপ্লব প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, বর্তমান সরকারের লুটপাটের কারনে জ্বালানী তেল সহ সকল প্রকার দ্রব্যের মুল্য ঊর্দ্ধমুখী হয়েছে। আর এর খেসারত দিতে হচ্ছে দেশের সকল সাধারণ নাগরিকদের। মানুষ এখন ব্যাগনিয়ে বাজারে আশার সাহসপায়না। জনদুর্ভোগ চরমে উঠেছে। বক্তারা আরো বলেন এটা ১৪ কিংবা ১৮ সাল নয় যে দিনের ভোট রাতে করবেন,এটা ২০২২ সাল জনগন জেগে উঠেছে।
এবার নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচনের দাবি আদায় করে তবেই বিএনপি রাজপথ ছাড়বে।
Leave a Reply