খেলার সময়:
জোড়া গোল করেছেন করিম বেনজামা। রিয়াল মাদ্রিদ জিতেছে ৪-০ গোলে। হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। বার্সাও দিয়েছে চার গোল।
দুই তারকার এমন লড়াইয়ের প্রতিফলন হচ্ছে সর্বোচ্চ গোল দাতার তালিকাতেও। সেখানেও আছেন তারা দুজনেই শীর্ষ দুইয়ে।
করিম বেনজামা ৯ গোল নিয়ে আছেন সবার উপরে। লা লিগায় সর্বোচ্চ গোল দাতার তালিকায় মেসি আছেন দুইয়ে। তার গোল ৮টি।
সমান ৮টি গোল করেছেন ভিলারিয়ালের জেরার্ড মরিনো। সাতটি করে গোল করেছেন আলাভেসের লুকাস পেরেজ ও রিয়াল বেতিসের লরেন।
৬টি করে গোল করেছেন ভ্যালেন্সিয়ার পারেজো ও বার্সালোনার সুয়ারেজ। ৫টি করে গোল করেন ভিলিয়ারিয়ালের ইকাম্বি, গেতাফের অ্যাঞ্জেল, ভ্যালেন্সিয়ার ম্যাক্সি গোমেজ এবং সোসিয়েদাদের উইলিয়ান জোসে।
Leave a Reply