মোঃ জামিল হোসেন :”দক্ষ যুবক গড়বে দেশ, বংগবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামিনে রেখে, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ১১ নভেম্বর সোমবার বিকেলে কলেজমোড়স্থ আ’লীগ নিজস্ব কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা আ’লীগ কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবার একই স্থানে এসে শেষ হয়।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম বাবলুর সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন,উপজেলা আ’লীগ সভাপতি আলহাজ প্রকৌশলী আমিনুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আসরাফুল হক চুনু,সাংগাঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান প্রভাষক রাব্বুল হোসেন,সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী শাহ,উপজেলা আ’লীগ সাবেক সভাপতি ওয়াজেদ আলী,সাবেক উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল গাফফার মুকুল, সাবেক উপজেলা আ’লীগ যুগ্ন সম্পাদক আফরাজুর হক বাবু,সাবেক উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল করিম রেজা।
অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী যুবলীগ সহসভাপতি ও ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির,যুবলীগ সহসভাপতি আঃ আব্দুল মতিনসহ আ’লীগ, যুবলীগ,তাতীলীগ,ও ছাত্রলীগ সহ ভিবিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর পালন করা হয়।
অনুষ্ঠান টি সঞ্চালনা করেন, উপজেলা আওয়ামী যুবলীগের সাইরুল ইসলাম আবু।
Leave a Reply