নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : জাতীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা, পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ দিন সকাল ৮টায় শহীদ মনিমূল হক সড়কে অবস্থিত আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করেন দলীয় নেতাকর্মীরা। বিকেল ৪টায় নবাবগঞ্জ সরকারি কলেজ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা। শেষে কেক কাটা হয়। সন্ধ্যার পরে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আতশবাজি ও সেন্টু মার্কেটের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা যুবলীগের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও বাশরী অটো রাইস মিলস’র মালিক আলহাজ্ব মো. সামিউল হক লিটন ও সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু শোভাযাত্রা, পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের নেতৃত্ব দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. এরফান আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হাফিজুর রহমান হাফিজ।
আরো উপস্থিত ছিলেন, জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদ স্বাচিপের সভাপতি ডা. গোলাম রাব্বানী, জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিম, সদর উপজেলা যুবলীগের সভাপতি আসাফুদ্দৌলা ও সাধারণ সম্পাদক লেনিন প্রামাণিক, পৌর যুবলীগের সভাপতি রাকিবুল হাসান বিরু ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদসহ জেলা, উপজেলা, পৌর যুবলীগ নেতৃবৃন্দ।
Leave a Reply