মোঃমশিয়ার রহমান নীলফামারী:
খেলাধুলায় মনোনিবেশ মাদকমুক্ত পরিবেশ,মাদককে না বলি,মাদক মুক্ত সমাজ গড়ি,চলো সবাই ফুর্টবল খেলা দেখি এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছচাপানী দ্বি মূখী উচ্চ বিদ্যালয় মাঠে ২৮শে অক্টোবর শুক্রবার বিকেলে নিরব- মিরাজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।কাকরা বাজার যুব ক্রীড়া চক্র কতৃক এ খেলার আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঝুনাগাছচাপানী দ্বি মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদুল ইসলাম চৌধুরী রুবেল। উদ্বোধক ছিলেন প্রথম শ্রেণির ঠিকাদার সাইফুল ইসলাম হেলাল। প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝুনাগাছচাপানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মূয়ীদ হাসান প্রধান শিক্ষক হাজী জহরতুল্ল্যাহ দ্বি মূখী উচ্চ বিদ্যালয়,আবু সালেক প্রধান শিক্ষক মাষ্টার পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়,মোজাফফর হোসেম বিশিষ্ট সমাজসেবক ঝুনাগাছচাপানী,ওয়াহেদুজ্জামান ইউপি সদস্য ৪নং ওয়ার্ড ঝুনাগাছচাপানী ইউনিয়ন পরিষদ,লিলি বেগম সংরক্ষিত মহিলা সদস্য ৪,৫,৬নং ওয়ার্ড ঝুনাগাছচাপানী ইউনিয়ন পরিষদ প্রমূখ।এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, নিরব-মিরাজ এর বাবা বিশিষ্ট ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজসেবক অহিদুল ইসলাম, ঝুনাগাছচাপানী ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মকবুল হক প্রমুখ।উদ্বোধনী খেলায় সৈয়দপুর কোচিং সেন্টার ফুটবল একাদশ বনাম পাটগ্রাম ফুটবল একাডেমি দল অংশ গ্রহন করে। এতে নির্ধারিত সময়ের মধ্যে খেলা শেষ না হওয়ায় টাইব্রেকারে পাটগ্রাম ফুটবল একাডেমি ১-০ গোলে সৈয়দপুর কোচিং সেন্টার ফুটবল একাদশকে পরাজিত করে বিজয়ী হয়। কর্তৃপক্ষ জানায় নক আউট পদ্ধতিতে ১৬টি দল এ খেলায় অংশ গ্রহন করে। আজ ফাইনাল খেলা অনুষ্টিত হলো।খেলায় ভার্ষকার ছিলেন,উত্তর জনপদের আলোরন সৃষ্টিকারী ভার্ষকার জাহাঙ্গীর আলম রংপুর, স্হানীয় হাবিবুর রহমান হাবীব।মাঠের চতুদিকে খেলা প্রেমিক হাজার হাজার দর্শনের উপচে পড়া ভীর লক্ষনীয়।
খেলায় সার্বিক সহযোগিতায় ছিলেন আহসান হাবীব সৈকত।
Leave a Reply