নিজস্ব প্রতিবেদক :
আগামী ১ ফেব্রয়ারী চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচন(নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মু: জিয়াউর রহমানের নৌকা বিজয় করতে কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক কামরুল হাসান লিংকনের প্রচার মিছিলে অংশগ্রহণ করেছেন।
বৃহস্পতিবার বিকেলে সচেতন নাগরিক সমাজ রহনপুর এর ব্যানারে গোমস্তাপুর উপজেলার রহনপুরে নৌক বিজয়য়ের লক্ষ্যে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি এবি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে রহনপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বেগম কাচারিতে এসে শেষ হয়।
এ সময় মিছিলে উপস্থিত ছিলেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, গোমস্তাপুর উপজেলার সাবেক ছাত্রলীগের সভাপতি কাউসার আহমেদ সাগর, সাবেক সাধারণ সম্পাদক , মুক্তাদিউর বিশ্বাস, বর্তমান ছাত্রলীগের সাধারণ সম্পাদক, আরিফুল ইসলাম জয়সহ আরো অন্যরা।
Leave a Reply