হাসান আলী, গোমস্তাপুর। ১৫ নভেম্বর ২০১৯ , শুক্রবারঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় এক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার বিকেলে গোমস্তাপুর উপজেলার ৫ নং রহনপুর ইউনিয়নের হুক্কাপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে হুক্কাপুর মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় মিরাকাঠাল ফুটবল একাদশ বনাম জশৈইল ফুটবল একাদশ অংশ গ্রহণ করে। খেলায় সভাপতিত্ব করেন, বিশিষ্ট সমাজসেবক ইসরাঈল আলী। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষকলীগ গোমস্তাপুর উপজেলা শাখার সভাপতি ও রহনপুর ইউনিয়ন পরিষদ উপনির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আল শফি আনসারী। বিশেষ অতিথি ছিলেন, রহনপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাইরুল ইসলাম, বংপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফিজুল ইসলাম, কাজিগ্রাম পানি ব্যাবস্হাপনা সমবায় সমিতির সভাপতি বাবুল হাসান, নজরুল সুপার অটো রাইস মিলের সহকারী ব্যাবস্হাপনা পরিচালক নাদিমুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রহনপুর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী (রকি), সমাজসেবক বকুল আলী প্রমূখ। খেলাটি পরিচালনা করেন বশির আলী (টুনু)।ফাইনাল খেলায় মিরাকাঠাল ফুটবল একাদশ ১-০ গোলে জয়লাভ করে। খেলা শেষে অতিথিগণ চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্টফি খেলোয়াড়দের হাতে তুলে দেন।
Leave a Reply