আল আমিন, জাককানইবি প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বগুড়া জেলা এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মোঃ সমুদ্র প্রবালকে সভাপতি ও আরিফুল হক মিঠুকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে সংগঠনের এক সাধারন সভায় ৩৫ সদস্য বিশিষ্ট এই নতুন ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি আগামী ১ বছর দায়িত্ব পালন করবে। বগুড়া জেলা হতে আগত ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তির ইচ্ছুক শিক্ষার্থীদের সহযোগিতা জন্য এবং কমিটির ভবিষ্যৎ কার্যকলাপ গতিশীল করার জন্য নতুন এই কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। মিটিতে উপদেষ্টামন্ডলী হিসেবে ছিলেন ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক বিজয় কুমার কর্মকার ও একই বিমোঃ মাহমুদুল হাসান, পপুলেশন সায়েন্স বিভাগের প্রভাষক মোঃ নূরে আলম সিদ্দিকী। এছাড়াও সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক সহ একাধিক পদে বিভিন্ন সদস্য রয়েছেন। নবগঠিত কমিটির চিন্তা ভাবনা নিয়ে সাধারণ সম্পাদক আরিফুল হক মিঠু বলেন, ভর্তি পরীক্ষা দিতে আসা ছাত্র- ছাত্রীদের জন্য বগুড়া জেলা এসোসিয়েশন,জাককানইবি পরিবারের পক্ষ থেকে আমরা পরীক্ষার্থী ও অভিভাবকদের থাকা ও খাওয়ার ব্যবস্হাসহ ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোন সমস্যা সমাধানের জন্য আমাদের এসোসিয়েশনের প্রতিটি সদস্য নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবে বলে আমি আশা করছি।
Leave a Reply