মোঃ জামিল হোসেন,ভোলাহাট:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে চলছে পোলাডাংগা স্বর্ন কাপ ফুটবল টুর্নামেন্ট পোলাডাংগা ঐতিহ্যবাহী ফুটবল মাঠে। ১৯৪৭ এ খেলার মাঠটির জন্ম।
ধারাভাষ্যের টেবিল থেকে ফুটবল মাঠ মাতিয়ে চলেছেন একজন দৃষ্টি প্রতিবন্ধী।নাম রবিউল ইসলাম
পলাশ,পোলাডাংগা লম্বাটোলা গ্রামের ইউসুফ আলীর ছেলে।বয়স ২৩ বছর।
জন্ম থেকেই সে দৃষ্টি প্রতিবন্ধী চোখে সামান্য দেখতে পায়। কোন কাজ করে খাওয়ার মতো তার কোন ক্ষমতা নেই।তার নেই কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা-দিক্ষা ,শুনে শুনে সবকিছু আয়াত্ব করেছেন৷ তার কথা শুনার জন্য খেলা দেখতে আসা হাজারো জনতা তাকিয়ে থাকেন ধারাভাষ্যের টেবিলের দিকে। পাশে থেকে সহযোগি ধারাভাষ্যকার সেলিম রেজা মুক্তা তাকে কোথায় কার পায়ে বল যাচ্ছে বলে দেন বাকী কথা অভিজ্ঞতার ঝুলি থেকেই বলেন তিনি।
তার একটা ছেলে জন্ম নিয়েছে নাম রেখেছে মেহেদি হাসান মিরাজ সেও জন্ম নিয়েছে দৃষ্টি প্রতিবন্ধী হয়ে।
পলাশের বিষয়ে স্বর্ন কাপ টুর্নামেন্টের সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, সে ভিক্ষা করে বেরায় কিন্তু তার মাঝে রয়েছে অসাধারণ প্রতিভা তাই তাকে টুর্নামেন্টে ধারাভাষ্যকার হিসেবে রেখেছি এবং এখান থেকে তাকে কিছু পারিশ্রমিক দেয়া হয় খেলা শেষ সে হয়তো আবারো ভিক্ষা করবে।তার প্রতিভা দিয়ে খেলার মাঠকে প্রাণবন্ত করে তুলেছে।আমার দাবি সমাজের বৃত্তবানেরা যদি একটু সহযোগিতা করে তাহলে পলাশের দৃষ্টি প্রতিবন্ধী হিসেবে জন্ম নেওয়া ছেলেটি হয়তো চিকিৎসার মাধ্যমে দৃষ্টি ফিরে পেতে পারে।
দৃষ্টি প্রতিবন্ধী পলাশের দাবি আমার দৃষ্টি প্রতিবন্ধী ছেলেটার দৃষ্টি ফিরে পাওয়ার জন্য চিকিৎসার প্রয়োজন কিন্তু আমার কোন ক্ষমতা নেই যদি সমাজের বিত্তবান লোকেরা সহোযোগিতা করেন তাহলে হয়তো আমার ছেলেটা দৃষ্টি ফিরে পারে।
Leave a Reply