সোহেল রানা বাবু
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট আট্টাকী এলাকা হতে ২০২১ সালের ১০ মে ৭ম শ্রেনীতে পড়ুয়া ১৪ বছর বয়সী এক নাবালিকা তার নিজ বাড়ি হতে পানি আনার জন্য বাড়ি থেকে বের হয়ে অপহৃত হয়। একই এলাকার হীরক মোড়ল ভিকটিমকে বিয়ের প্রস্তাব দিলে ভিকটিম নাবালিকা হওয়ায় তার পরিবার থেকে প্রস্তাবে রাজি না হলে ২০২১ সালের ১০ মে সাড়ে আটটার দিকে আসামী হীরক মোড়ল ও সহযোগীরা তাকে ইজিবাইক যোগে তুলে নিয়ে যায়। পরবর্তীতে নাবালিকা ভিকটিমের বাবা ফকিরহাট মডেল থানায় অপহরন মামলা দায়ের করলে র্যাব-৬ তদন্ত এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে। তারই ধারাবাহিকতায় র্যাবের আভিজানিক দলটি শরীয়তপুরের জাজিরা এলাকা হতে র্যাব-৮ এর সহযোগীতায় আসামী হীরক মোড়লকে আটক করে ও ভিকটিমকে উদ্ধার করে।পরবর্তীতে আসামী ও ভিকটিমকে ফকিরহাট মডেল থানায় হস্তান্তর করেছে র্যাব।##
সোহেল রানা বাবু
বাগেরহাট
৩১/০৩/২০২৩
Leave a Reply