সোহেল রানা বাবু
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ ০২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। ০১ এপ্রিল শনিবার র্যাব-৬, খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বাগেরহাটের ফকিরহাট থানা এলাকায় কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি ওই রাতে ফকিরহাটের তৈয়ব আলীর বটতলার হিরকের বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময়ে ৩৪১৫ পিস ইয়াবা উদ্ধার ও ২ জনকে আটক করে।
আটককৃতরা হলেন রুপসা থানা এলাকার শহীদুল ইসলাম শেখ ও ফেনীর দাগনভূঁয়ার মোঃ মোস্তফা তারেক বাবু।
গ্রেফতারকৃত আসামীদেরকে ফকিরহাট থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-৬ এর কম্পানি কমান্ডার লেঃ কমাঃ এম সারোয়ার হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।।
Leave a Reply