সিরাজগঞ্জের কাজিপুরে সংবাদ প্রকাশের পর গরু পেলো অসহায় শুকুর জোসনা দম্পতি, গত ২৯ শে মার্চ
” কাজিপুরে পেটের দায়ে পেট দিয়ে ঘানি টানেন শুকুর আলী ” এমন শিরোনামে একটি নিউজ কালবেলায় প্রকাশিত হয়,
নিউজ টি সিরাজগঞ্জের মানবতার ফেরিওয়ালা ক্ষ্যাত মামুন বিশ্বাসের নজরে এলে তিনি তাত্ক্ষণিক কালবেলা কাজিপুর প্রতিনিধি মিজান রহমানের মাধ্যমে শুকুর জোসনা দম্পতির সাথে যোগাযোগ করেন এবং একটি গরু দেওয়ার আশ্বাস দেন, অবশেষে সেই আশ্বাস বাস্তবে পুরন হলো,
শুকুর জোসনা দম্পতির হাতে ঘানি টানার জন্য একটা গরু তুলে দেন মামুন বিশ্বাস,
গরু পেয়ে খুশিতে আবেগ আপ্লুত হয়ে শুকুর আলী বলেন আমি কখনো ভাবিনাই যে গরু পামু, গরু পেয়ে আজ আমি সত্যি খুবই খুশি
শুকুর আলীর স্ত্রী জোসনা খাতুন জানান আমরা একটি গরু পেয়েছি আমাদের সংসার এখন আগের চেয়ে ভালো চলবে, ছেলেমেয়ে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবো,
এবিষয়ে মামুন বিশ্বাস কালবেলা কে বলেন
নিউজ টা দেখে আমার খুবই কস্ট লেগেছে
এবং তাত্ক্ষণিক সিদ্ধান্ত নেই যে যেকোনো ভাবে শুকুর জোসনা দম্পতির হাতে একটা গরু তুলে দেবো,
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার বলেন এমন একটি ভালো কাজের সাথে থাকতে পেরে খুবই ভালো লাগছে।
Leave a Reply