সোহেল রানা বাবু
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে চাঞ্চল্যকর এনজিও কর্মীকে সংঘবদ্ধ গণধর্ষণ এবং আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল মামলায় যাবৎজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ফিরোজ নিকেরীকে চুয়াডাঙ্গা থেকে গ্রেফতার করেছে র্যাব-৬ এর একটি আভিযানিক দল। ৬ এপ্রিল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাংগা জেলার মেহেরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে র্যাব। আটককৃত আসামীকে বাগেরহাট জেলার ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।উল্ল্যেখ্য ২০২০সালের ১০ অক্টোবর এনজিও কর্মী ভিকটিমকে বসত ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে গণধর্ষন করে এবং সেই দৃশ্য মোবাইলে ধারন করে তাকে ব্লাকমেইল করে।এসময়ে তার ব্যবহৃত গলায় ও কানে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ ঘরে থাকা বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। পরবর্তীতে ফকিরহাট থানায় দায়েরকৃত মামলায় আসামীদের পলাতক অবস্হায় আদালত যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ মামলার ২ য় আসামী ফকিরহাটের ফিরোজ নিকেরীকে আটক করে বলে জানিয়েছে র্যাব-৬ এর মিডিয়া ইউরন||
Leave a Reply