মো: তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতারা শান্তি সমাবেশ কর্মসূচি পালন করেছে।শনিবার বিকেলে উপজেলা দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নুরিয়াস সাঈদ সরকার এর সভাপতিত্বে শান্তি সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আ’লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবু হুসাইন বিপু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম ফিরোজ আলম, সাবেক অর্থ সম্পাদক মনোয়ার হোসেন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রোকনুজ্জামান বিপ্লব, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক অনিতা রায়। সমাবেশে বিভিন্ন ইউনিয়ন আ’লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, উপজেলার মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ সকল অংঙ্গ সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেয়। প্রধান অতিথি মো. আমিনুল ইসলাম তার বক্তব্যে নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, একটি কুচক্রি মহল এ দেশের স্বাধীনতা বিরোধী অপশক্তিকে মদত দিয়ে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করা পায়তারা করছে। তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে তারা নষ্ট করতে চায়। তাই জামাত-বিএনপির ষড়যন্ত্র মোকাবেলা করে দলের সকল নেতাদের সজাগ থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনার উন্নয়নের সরকারকে আবারও ক্ষমতায় আনার জন্য সাধারণ মানুষের কাছে উন্নয়নের চিত্র তুলে ধরার আহ্বান জানানো হয়।
Leave a Reply