সোহেল রানা বাবু
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে বীর মুক্তিযোদ্ধা মোঃ জালালউদ্দিন শেখ (৭৫) ইন্তেকাল করিয়াছেন।৮ এপ্রিল সকাল সাড়ে এগারোটার দিকে বাগেরহাট সদর উপজেলার কান্দাপাড়া গ্রামে নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত নানা রোগে ভূগছিলেন।এই দিন বিকেলে কান্দাপাড়া নুরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অর্নার ও জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্হানে তাকে সমাহিত করা হয়।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাসনিম,বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল গার্ডঅব অর্নার প্রদান করেন। সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ হাকিম,গোটাপাড়া ইউপি চেয়ারম্যান শেখ শমসের আলী,স্হানীয় বীর মুক্তিযোদ্ধা সহ নানান পেশার সহাস্রাধিক মানুষ জানাযায় অংশ নেয়। মৃত্যুকালে তিনি স্ত্রী,চার ছেলে এক মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গোটাপাড়া ইউপি চেয়ারম্যান শেখ সমশের আলী।গ্লোবাল টেলিভিশন,দৈনিক প্রথম সংবাদ ও দৈনিক নবধারার বাগেরহাট প্রতিনিধি সোহেল রানা বাবু,কান্দাপাড়া নুরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস হোসাইন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।।।##
সোহেল রানা বাবু
বাগেরহাট
০৮/০৪/২০২৩
Leave a Reply