তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান ও বর্ষিয়ান আওয়ামীলীগের প্রবীণ নেতা খাদেমুন নবী বাবু চৌধূরীর নিজস্ব তহবিল থেকে প্রায় ৫ হাজার রোজাদার ব্যাক্তিকে ইফতার ও অসহায় দরিদ্র মহিলাদের মাঝে ঈদ উপহার সামগ্রী শাড়ি কাপড় ও ৫শ পাঞ্জাবি বিতরন করা হয়েছে। গতকাল(১৫এপ্রিল) শনিবার দুপুরের দিকে কলমা ইউপি পরিষদ চত্বরে এসব শাড়ি কাপড় ও ইফতার বিতরণ করা হয়। জানা গেছে, এই প্রথম কলমা ইউপিতে চেয়ারম্যান খাদেমুন নবী বাবু চৌধুরীর নিজ তহবিল থেকে এমন ইফতার ও শাড়ি কাপড় বিতরন করা হয়। এতে করে চেয়ারম্যানের এমন উদ্যোগকে সর্বমহলের মানুষ সাধুবাদ জানিয়েছেন।
চেয়ারম্যান খাদেমুন নবী বাবু চৌধুরীর একান্ত সহকারী সাবেক কলমা ইউনিয়ন যুবলীগের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোজাম্মেল হক জানান, ভোটের সময় থেকে চেয়ারম্যানের আসা ছিল ইউপি বাসীকে রমজান মাসে ইফতার করানো এবং ইউপির অসহায় দুস্থ মহিলাদের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি বিতরন করার। তারাই ন্যায় ইউপির প্রায় ৫ হাজারের অধিক ব্যাক্তিকে ইফতার ও ৪ হাজারের মত দুস্থ মহিলাদের মাঝে শাড়ি বিতরন করেন চেয়ারম্যান। তিনি আরো বলেন, মহান আল্লাহ যদি চেয়ারম্যান কে বাঁচিয়ে রাখেন সামনে এরচেয়ে বেশি পরিমান মানুষের মাঝে ইফতার ও উপহার সামগ্রী বিতরণের চেষ্টা থাকবে ইনশাআল্লাহ বলে তিনি জানান।
প্রবীণ আওয়ামী লীগ নেতা ও তৃণমূল জনপ্রিয় চেয়ারম্যান খাদেমুন নবী বাবু চৌধূরী বলেন, ভোটের সময় আমার এমন ইফতার ও ঈদ উপহার দেওয়ার চিন্তা ভাবনা ছিলো। মহান আল্লাহ তায়ালার রহমতে আমার সেই ইচ্ছে পূরনের জন্য আজকে ইউপি দুস্থ মহিলাদের মাঝে এসব ইফতার ও শাড়ি কাপড় বিতরণ করা হয়। তিনি আরো বলেন, ইউপি জনগণ সবকিছু উপেক্ষা করে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। হয় তো তাদের এই প্রতিদান কোনভাবেই দেওয়া সম্ভব হবে না। তবে আমার জীবনের এই সময়টা জনগণের জন্য উৎসর্গ করে দিতে চায়। প্রতিটি সময় জনগণকে নিয়েই চিন্তা ভাবনা আমার। কারন এবয়সে যে সম্মান জনগণ ও মহান আল্লাহর ইচ্ছায় পেয়েছি সে সম্মান যেন রক্ষা করতে পারি সেটাই আমার চিন্তা চেতনা। এজন্য তিনি ইউপির আপামর জনতার কাছে সার্বিক সহযোগীতা কামনা করেন তিনি।
Leave a Reply