মো: তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রাসর ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ- সামাজিক জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প এর আওতায় গবাদিপশু এবং হাঁস-মুরগির খাদ্য ও পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রশিক্ষণ হলরুমে কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. ওসমান গনি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম। এসময় উপকারভোগী প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply