ধামইরহাট (নওগঁা) প্রতিনিধি-
নওগঁার ধামইরহাটের ঐতিহ্যবাহী চকময়রাম জামে মসজিদের পেশ ঈমাম ও খতিব মাওলানা মো. সাইদুল ইসলাম আর নেই। ইন্নালিল্লাহে… রাজেউন।
গ্রামবাসী ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের ডায়াবেটিক রোগী নেউটা গ্রামের মৃত তমেজ উদ্দিনের ছেলে ও চকময়রাম জামে মসজিদের পেশ ঈমাম ও খতিব মাওলানা মো. সাইদুল ইসলামকে ১৬ এপ্রিল রাত ১০ টায় অসুস্থ্য অবস্থায় স্থানীয়রা ধামইরহাট হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসে। সেখানে তার অবস্থার বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক মাওলানা সাইদুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল ও পরে বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৭ এপ্রিল ভোর সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর, তিনি ১ ছেলে ১ স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। সোমবার বাদ জোহর চকময়রামে ১ম ও বিকেলে নিজ গ্রাম নেউটায় ২য় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। জানাযায় সরকারিম এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মো. শহীদুল ইসলাম, সাবেক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, প্রবীন ব্যক্তিত্ব আব্দুল গণি, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, কাউন্সিলর আব্দুল হাকিম, প্যানেল মেয়র মেহেদী হাসান সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক এবং বিভিন্ন স্তরের ঈমামগণ উপস্থিত ছিলেন।
ধামইরহাটে মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাট (নওগঁা) প্রতিনিধি-
নওগঁার ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ এপ্রিল বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। এ সময় মুজিবনগর দিবস উপলক্ষে বিস্তারিত আলোকপাত করেন সরকারি এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও বরেন্দ্র অঞ্চলের ইতিহাসবিদ অধ্যাপক মো. শহীদুল ইসলাম। আলোচনায় আরও অংশ নেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সরকারি এম এম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কবি এস এম আব্দুর রউফ, উপজেলা কৃষি অফিসার তৌফিক আল জুবায়ের, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ফরহাদ হোসেন, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ, উপজেলা শিক্ষা অফিসার আজমল হোসেন, মহিলা বিষয়ক অফিসার মিজানুর রহমান, পল্লী উন্নয়ন অফিসার রামানন্দ সরকার, ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা অফিসার বেদারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জাহিরুল ইসলাম উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
Leave a Reply