নাচোল থেকে শাকিল রেজাঃ
জমির ধান কাটা শ্রমিক না পেয়ে যখন হতাশ হয়ে পড়েছিলেন জমিমালিক মনিরুল, ঠিক সে সময়ে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগ পরিবার দুই বিঘা ধান কেটে মনিরুলের মুখে হাসি ফোটালেন।
আজ বৃহস্পতিবার সকালে নাচোল উপজেলার কসবা ইউনিয়নের মহিষপুর গ্রামের জমি মালিক মুনিরুলের ধান কেটে এ শ্রমিক সংকটময় মুহুর্তে দুঃসময়ে পাশে দাঁড়ালেন গর্বিত এ সংগঠনটি।
জমি মালিক মনিরুল জানান, চারিদিকে যখন ধানকাটা শ্রমিকের সংকট ও বেশি টাকা দিয়েও দুষ্প্রাপ্য হয়ে পড়েছিল শ্রমিক জোগাড়, ঠিক সে সময়ে বাংলাদেশ ছাত্রলীগ চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ শাখা আমার পাশে দাঁড়িয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলো। আর ক’টা দিন জমিতে এভাবে পাকা ধান পড়ে থাকলে বর্ষা, শিলাবৃষ্টি কিংবা ঝড়ে আমার ফসল হয়তো আর ঘরে তোলা হতোনা।
এদিকে বাংলাদেশ ছাত্রলীগ নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি একেএম আনোয়ার জানান, মাননীয় প্রধানমন্ত্রীর দীপ্ত পথনির্দেশনায় যে কোন সংকটে বাংলাদেশ ছাত্রলীগ দেশের মানুষের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে, আজও তার ব্যতিক্রম ঘটেনি। এমন শ্রমিক সংকটময় মুহুর্তে দেশের সোনার ফসল ফলানো কৃষকের পাশে দাঁড়াতে পারাটা অনেকটা সৌভাগ্যের। তাই কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও আমরা মাঠে ধান কেটে কৃষক ভাইদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছি।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার সহ-সভাপতি শাহীন কাদির, দর্শন বিভাগ ছাত্রলীগের সভাপতি আওয়াল হোসেন, কলেজ ছাত্রলীগের সদস্য সানোয়ার হোসেন শিহাব, মুরসালিন, পারভেজ, রোকন আলী, হাসানুল ইসলাম রাসেল, ছাত্রলীগের কর্মী রায়হান জামিল পিয়াস, শেখ জামাল, ইউনূস, দ্বীপ, ইসারোফ, ইসমাইল, সুমন, মোহতাসিন, কবিরসহ অন্যান্যরা।
Leave a Reply