মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, উপজেলা সদরের কাচারীপাড়ার বাসিন্দা আবু বকর এর ছেলে সামিদুল ইসলাম বকুল (১৮) ও একই এলাকার আফজালের ছেলে আফাজ উদ্দিন (৪৫)। বকুল বৃহস্পতিবার দিবাগত রাতে ও আফাজ শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়৷ আইনি প্রক্রিয়ার শেষে শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে নিহতদের লাশ মহাদেবপুর কাচারীপাড়ায় নিয়ে আসলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এর আগে গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে মহাদেবপুর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের উপজেলার ভীমপুর ইউনিয়নের হাট-চকগৌরী বাজারের পশ্চিমে বেলঘরিয়া নামক স্থানে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনায় পিকআপের চালক উপজেলার খাজুর ইউনিয়নের জয়পুর গ্রামের সমসের আলী মন্ডলের ছেলে হারুন অর রশিদ মন্ডল বাঘা (২৬) ও বগুড়া জেলার আদমদীঘি এলাকার মুজিবুর রহমান (৬০) ঘটনাস্থলে নিহত হয়। এতে অন্তত আরো ১৮ জন আহত হয়। আহতরা নওগাঁ আধুনিক জেনারেল হাসপাতালে ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোজাফ্ফর হোসেন জানান, এ ঘটনায় থানায় মামালা হয়েছে। দূর্ঘটনা কবলিত পিকআপ ও বাস জব্দ করেছে পুলিশ।
Leave a Reply