হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : “দুনিয়ার রজদুর, এক হও, এক হও” এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপিত হয়েছে । সোমবার ১লা মে ২০২৩ শিবগঞ্জ উপজেলা ফার্নিচার শ্রমিক ইউনিয়নের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে এক বিশাল র্যালী অনুষ্ঠিত হয় । সকাল ৯ টায় র্যালীটি শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শিবগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে এক পথসভায় মিলিত হয় । শিবগঞ্জ উপজেলা ফার্নিচার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: মাসুদুল হক এর পরিচালনায় ও সভাপতি মো: সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত র্যালী ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আবুল হায়াত । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: মসিদুল আলম । এসময় উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: শাহাদাত হোসেন এবং উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: শাখাওয়াত হোসেন সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মী ও শ্রমিক বৃন্দ উপস্থিত ছিলেন । দিবসটি উদযাপন উপলক্ষে শিবগঞ্জ উপজেলা ফার্নিচার শ্রমিক ইউনিয়ন ও ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন পৃথক পৃথক ব্যানারে র্যালীর আয়োজন করে ।
Leave a Reply